চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় বিষয়টি উঠে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের এ তালিকায় ২৯তম অবস্থানে রয়েছেন। ২০১৮ সালে তিনি এ তালিকায় ২৬তম ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি চতুর্থবার জয়ী হয়ে টানা তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। গত নির্বাচনে তার দল আওয়ামী লীগ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয় পায়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সফল প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচয় পেয়েছে। তিনি সন্ত্রাস ও জঙ্গি দমনেও বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে তিনি সারা বিশ্বে প্রশংসিত।
দেশের ধারাবাহিক উন্নতির পাশাপাশি শেখ হাসিনার ঝুলিতে অনেক অর্জন জমেছে। তিনি আন্তর্জাতিক অনেক সম্মাননা পদক পেয়েছেন। এ পর্যন্ত তাকে দেওয়া আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা ৩৮টি।
ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন অ্যাঙ্গেলা মেরকেল। পরে যথাক্রমে ১০ পর্যন্ত রয়েছেন—ক্রিস্টিনে লেগারদে, নেন্সি পেলোসি, আরসুলা ভন দের লেয়েন, মেরি বারা, মেলিন্ডা গেটস, আবিগেইল জনসন, আনা পেট্রিসিয়া বোটিন, গিনি রোমেটি ও মেরিলিন হিউসন।