সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফরাজী বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পবিত্র রমযান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে শ্রমিকদের উচিত নিজেদের নৈতিকতা ও কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটানো। রমযান ধৈর্য, ত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়, যা শ্রমিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগায়। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (১৬ মার্চ) খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ৩নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারস্থ দৌলতপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও শেখ শিহাব উদ্দিন এর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর অফিস সম্পাদক আল-হাফিজ সোহাগ, দৌলতপুর থানা সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খান মাহবুবুর রহমান জুনাই, জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড সভাপতি মো. গোলাম কিবরিয়া ও ইস্পাহানি ইউনিটের সভাপতি মুজাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ইলেক্ট্রেশিয়ান ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক মুন্সি, নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. দবির উদ্দিন মোল্যা ও শ্রমিকনেতা কামরুল ইসলাম, আব্দুল হাকিম, তাজমুল ইসলাম, মো. রফিকুল ইসলাম-২, আরিফ হোসেন, ডুহিন, কামরুল ইসলাম, আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা আল্লাহর এই বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই আগামী দিনে সংসদ প্রতিনিধি হিসেবে জনগণ ভোট দিবে।

তিনি বলেন, ছাত্র-জনতার আত্ম ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন ভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুণ্ঠন করছে তাদের এখন শক্ত হাতে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আল্লাহ কুরআনে বলেছেন শ্রমিকের ঘাম শুখানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারাই জনগণকে চরমভাবে হতাশা করেছে

শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে: বকুল

আগুয়ান-৭১ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামীক ল’ ইয়ার্স কাউন্সিল খুলনার ইফতার মাহফিল

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ডিইএব খুলনা জেলা

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ডিইএব খুলনা জেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।