চ্যানেল খুলনা ডেস্কঃদলের নগর সভাপতি ও খুলন সিটি মেয়র বলেছেন, বাংলাদেশ আ’লীগ তৃণমূল মানুষের সংগঠন। নিপীড়িত অবহেলিত ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আ’লীগ গণমানুষের রায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী মানুষের দাবি পূরণ করেছে। সংগঠন শক্তিশালী ছিলো বলে আজ খুলনাতে উন্নয়ন অবিরাম গতিতে চলছে। এই উন্নয়নকে সততার সাথে পর্যবেক্ষণ করতে হবে। আর সেজন্যেই আগামীতে সৎ, যোগ্য, মেধাবান, কর্মঠ ত্যাগী নেতৃত্ব বেছে নিতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘদিন কাজ করতে গিয়ে অনেকের মনে কষ্ট দিয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর আ’লীগের নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নগর আ’লীগের এড. চিশতী সোহরাব হোসেন শিকদার, কাজী আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, আজমল আহমেদ তপন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, শেখ সিদ্দিকুর রহমান, এড রজব আলী, এমডিএ বাবুল রানা, নূর ইসলাম বন্দ, শেখ মোঃ ফারুখ হোসেন, আবুল কালাম আজাদ কামাল, মোঃ আশরাফুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য এড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ ফজলুল হক, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চাঁন ফরাজী, এড. খন্দকার মজিবর রহমান, এড. অলোকা নন্দা দাশ, অধ্যাপক আলমগীর কবির, আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জাহাঙ্গীর হোসেন খান, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্রনাথ ঘোষ, হাফেজ মোঃ শামিম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোঃ শহিদুল ইসলাম শহিদ, আবুল কালাম আজাদ, শেখ মোশাররফ হোসেন, মোঃ শাহজাদা, মোঃ শেখ মোশাররফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, আব্দুল্লাহ হারুন রুমি, স ম রেজোয়ান, এড. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহম্মেদ আশা, মনিরুল ইসলাম বাসার, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিসুর রহমান, আলী আজগর মিন্টু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, হাসান ইফতেখার চালু, শেখ মোঃ আনোয়ার হোসেন, মাকসুদ আলম খাজা, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, অধ্যাপক রুনু ইকবাল, এড. সুলতানা রহমান শিল্পী।