ডুমুরিযার চুকনগর আবাশিক হোটেল অবকাশ থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা নারি পুরুষসহ তিনজনকে গ্রেফতার সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে জীবন নাশের হুমকির দিয়েছেন, হোটেল মালিক কবির হাসান ডবলু। এ
ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান লিটন বাদী আজ বৃহস্পতিবার থানায় একটি জিডি এন্ট্রি করেছে। গত ২২ জুন বুধবার বেলা ১ টা ৮ মিনিট সময় অবকাশ আবাশিক হোটেলের মালিক কবির হাসান ডবলুর নিজ ব্যবহৃত ০১৭১৬- ৪২৩০২৫ নম্বর মোবাইল ফোন হতে সাংবাদিক আক্তারুজ্জামান লিটনের নিজ ব্যাবহৃত ০১৭১৪- ৬৬৯৯৭৩ নম্বর মোবাইলে ফোনে করে হোটেলের নিউজ করেছিস কেনো?এরপর সে অকথ্য ভাষায় গালাগালিজ সহ জীবন নাশের হুমকি দেয়। ফলে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
প্রসংগত গত ২০জুন দিবাগত রাতে বহিরাগত এক নারি ও দুই পুরুষ সহ তিনজন স্বামী স্ত্রী পরিচয়ে ডুমুরিয়া থানাধীন চুকনগর ব্রিজ রোডে অবস্থিত অবকাশ নামক আবাশিক হোটেলে ৫ নম্বর কক্ষ বুকিং নেয়। এরপর তারা পালাক্রমে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এহেনো কর্মকান্ডের গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারি পুরুষসহ তিন জনকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করে।
এঘটনায় থানায় মামলা দায়ের পূর্বক মঙ্গলবার আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। তারা হলেন- খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার রফিকুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (২৯), বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন শিবপুর ছোটপুল এলাকার মোঃ হেমায়েত ফারাজীর ছেলে আব্দুর রহিম ফারাজী(২৩) ও নারি এক সন্তানের জননী খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা উত্তর পাড়া এলাকার সেলিম মোল্যার স্ত্রী রুহিনা পারভীন ইতি (২৪)।
এলাকাবাসীর অভিযোগ ওই সকল আবাশিক হোটেলে বিভিন্ন স্থান থেকে নারিদের ভাড়ায় এনে দেহ ব্যাবসা চালানো হচ্ছে। এর ফলে যুব সমাজ ধংসের দিকে ধাবিত হচ্চে বলেও অভিযোগ উঠেছে। এ দিকে সামাজিক সচেতনতার লক্ষে বিষয়টি পত্রপত্রিকায়
ফলোয়া ভাবে সংবাদ প্রকাশিত হয়। এতে হোটেল মালিক ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হুমকি ধামকি দেয়।
তদন্তকারি কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।