সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সত্য কথা ও সময়ানুবর্তীতা জীবনকে সাফল্যের পথে নিয়ে যায় : খুবি উপাচার্য | চ্যানেল খুলনা

সত্য কথা ও সময়ানুবর্তীতা জীবনকে সাফল্যের পথে নিয়ে যায় : খুবি উপাচার্য

চ্যানেল খুলনা ডেস্কঃ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আউকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন কর্মশালার দ্বিতীয় দিনে ৫টি ডিসিপ্লিনের শিক্ষর্থীরা এই কর্মশালায় অংশ নেয়। ডিসিপ্লিনগুলো হচ্ছে স্থাপত্য, গণিত, ইংরেজি, বাংলা এবং ইতিহাস ও সভ্যতা। সকাল সাড়ে ৯ টায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পাওয়ার পয়েন্টে কি’স টু সাকসেস ইন হায়ার এডুকেশন (উচ্চ শিক্ষায় সফলতার চাবিকাঠি) শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ
ফায়েক উজ্জামান।
তিনি বলেন জীবনে সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের সাথে অনেক পরিবেশেরও প্রয়োজন। তবে সত্য কথা ও সময়ানুবর্তীতা অনুসরণ করতে পারলে জীবনে সহজে সাফল্য আসে। শিক্ষার্থী হিসেবে এ দুটি বিষয়ে অবশ্যই প্রতিপালন করার পাশাপাশি পাঠ্য বিষয়ের অনুধাবন করতে পারা, দায়িত্বশীল হওয়া, অধ্যাবসায়ী হওয়া, পারিপার্শ্বিক জ্ঞানলাভ, দেশ-সমাজ-পরিবার-জাতির প্রতি কমিটমেন্ট থাকা দরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদেরকে কারও দ্বারা বিভ্রান্ত না হওয়া, কানাগলির পথে পা না বাড়ানোর ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেন। কেননা বিশ্ববিদ্যালয় যেমন জীবন গঠনের জায়গা, ভবিষ্যৎ নির্ধারণের জায়গা, তেমনি অনেকেই না বুঝে, না জেনে বিভ্রান্ত হয়ে কানাগলির পথে পা বাড়ায়। তারা নিয়মিত ক্লাসে যায় না, লাইব্রেরিতে যায় না, সত্য কথা বলে না, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে অংশ নেয় না।
বিষন্নতায় ভোগে, মাদকাসক্ত হয়ে পড়ে। পরিবারের অজ্ঞাতে এমন কিছু করে যা তার পরিবারের স্বপ্ন ভেঙ্গে দেয়। তাই বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করে সবসময়ই ইতিবাচক পথে চলতে হবে, কোনো সমস্যা হলে শিক্ষকরে সাথে, ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের সাথে এবং নিজের ভালো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের আজ যে অবস্থান, শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ,
লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিমুক্ত যে ক্যাম্পাস তা সৃষ্টিতে শিক্ষার্থীরাই প্রধান ভূমিকা রেখেছে। তিনি বলেন শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় আজ অন্য উচ্চতায় পৌঁছে গেছে। আমরা শিক্ষার্থীদের সুবিধা সৃষ্টিতে নতুন নতুন পরিকল্পনা করছি। তিনি আরও বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মত প্রকাশের সকল স্বাধীনতা রয়েছে। শিক্ষার্থীদের তেতত্রিশটির মতো সংগঠন রয়েছে। এখানে খেলাধূলা হয়, বিতর্ক অনুশীলন হয়, সাংস্কৃতিক কার্যক্রম পূর্ণদ্যোমে চলে। সকল জাতীয় অনুষ্ঠান, বিশেষ দিবস যথাযথভাবে পালিত হয়। নববর্ষ, বিশ্ববিদ্যালয় দিবসে ক্যাম্পাস উৎসবমূখর থাকে। তাহলে সাংস্কৃতিক অবরুদ্ধতা কোথায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। কয়েকটি সেশনে বিভিন্ন বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টে নিবন্ধ উপস্থাপন করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ শরিফ হাসান লিমন এবং ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে  ডি-নথির ব্যবহার প্রয়োজন : উপ-উপাচার্য

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।