সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সন্ধ্যার পর কোনো ছাত্রছাত্রী ঘরের বাইরে থাকতে পারবে না | চ্যানেল খুলনা

সন্ধ্যার পর কোনো ছাত্রছাত্রী ঘরের বাইরে থাকতে পারবে না

অনলাইন ডেস্কঃবিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কোনো ছাত্রছাত্রী ঘরের বাইরে থাকতে পারবে না বলে কড়া হুশিয়ারি দিয়েছেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।তিনি আরও হুশিয়ারি দিয়েছেন,বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না;করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বেলা ১২টায় ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা,কর্মকর্তা,রাজনীতিবিদ,সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ সব হুশিয়ারি দেন।

এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকদ্রব্য ও দুর্নীতি প্রতিরোধ করতে হবে উল্লেখ করে ডিসি বলেন,কোনো প্রকার নারী নির্যাতন ও বাল্যবিয়ে চলবে না। বাল্যবিয়ে বন্ধে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।বাল্যবিয়ের সঙ্গে জড়িত উভয় সমান অপরাধী।সে ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।তিনি আরও বলেন,দেশে কোনো ভূমিহীন মানুষ থাকবে না।কেউ গৃহহীন থাকবে না।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুজবে কেউ কান দেবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আসলাম মোল্যা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বার,উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী,আইনবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম,সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্যা,উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।

এর আগে অতিথিবৃন্দ উপজেলা ফলদ ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন এবং পরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিদর্শন করেন।

Your Promo BD

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাষ্ট্রপক্ষের আবেদনে ২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

‘সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে আমাদের ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করে’

‘আমাকে নিয়েন না ভাই, আমার মা-ছেলে অসুস্থ’

জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।