চ্যানেল খুলনা ডেস্কঃবুধবার রাতে বিসিবির সঙ্গে দীর্ঘ আলোচনার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশের সকল শ্রেণির ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এসব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। এতে মাঠে ফিরতে প্রস্তুত টাইগাররা। সফল আন্দোলন শেষে মাঠে ফেরার আগে দারুণ সুসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে সাকিব-তামিমরা। ওয়েস্ট ইন্ডিজকে নামিয়ে বাংলাদেশ দল উঠে এসেছে সেরা স্থানে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ক্যারিবিয়দের পেছনে ফেলে নয়ে উঠে এসেছে বাংলাদেশ। উইন্ডিজ আছে ১০ নম্বরে।যদিও বাংলাদেশ-উইন্ডিজের রেটিং সমান ২২৪ কিন্তু এভারেজ ম্যাচে বাংলাদেশ এগিয়ে। এর আগে আট নম্বর অবস্থান করছে আফগানিস্তান, যাদের রেটিং হচ্ছে ২৩৫।আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে হারলে আবারও ১০ নম্বরে নেমে যাওয়ার শঙ্কা আছে টাইগারদের।