মোংলা প্রতিনিধিঃবঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে এফবি সুদ্বীপ নামে একটি ফিশিং ট্রলারসহ আবারও ১২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার সকালে এই জেলেদের আটক করে মোংলা কেস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক এসব ভারতীয় জেলেকে বিকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতীয় এই ফিশিং ট্রলারটিতে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সূত্র জানায়, শনিবার বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ফেয়োরওয়ে বয়া এলাকায় এফবি সুদ্বীপ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক হয়। আটক এসব ভারতীয় জেলেকে সাগর থেকে নিয়ে এসে বিকালে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মামলা দিয়ে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। ভারতীয় এই ফিশিং ট্রলারেত থাকা মাছ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আটক এসব ভারতীয় জেলেকে বিকালে মোংলা থানায় সোপর্দ করেছে কোস্ট গার্ড। আগামীকাল তাদের বাগেরহাট আদালতে হাজির করা হবে। এ নিয়ে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক ৭ দফায় ১৫৩ ভারতীয় জেলেকে আটক করা হলো।