চ্যানেল খুলনা ডেস্কঃর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর দুই-এক দিনের মধ্যেই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা ত্যাগ করেন।রবিবার (৬ অক্টোবর) দুপুরে র্যাব সদর দপ্তরে র্যাব ডিজি সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নে বেনজীর আহমেদ বলেন, সম্রাট পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল নিয়েছিলেন। তিনি এমন কৌশল নিয়েছেন যেন তাকে সহজে খুঁজে বের করা না যায়।তিনি জানান, সম্রাট ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। র্যাব প্রধান এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
রবিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে গ্রেফতার করা হয়। সেখানে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে সম্রাট লুকিয়েছিলেন।র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাসেম জানান, সুনির্দিষ্ট মামলায় সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।দুপুর দেড়টার দিকে র্যাব সদর দপ্তর থেকে একটি টিম গাড়িতে করে সম্রাটকে তার কাকরাইল অফিসে নিয়ে যায়। র্যাব তাকে নিয়ে সেখানে অভিযান শুরু হয়েছে।
সম্রাটকে কাকরাইলে নিয়ে তার অফিসের তালা ভাঙা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ভেতরে প্রবেশ করেছেন।