চ্যানেল খুলনা ডেস্কঃজাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রোগীদের বিনামূল্যে সরবরাহের জন্য দেওয়া ওষুধ খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে চুরি করায় একজন ফার্মাসিস্ট ও স্টোর ইনচার্জকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এনএসআই। আজ বুধবার দুপুর দুইটার দিকে এ আটকের ঘটনা ঘটে।
জানা গেছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে রোগীদের বিনামূল্যে সরবরাহের ওষুধ চুরি করে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন।
খবর পেয়ে এনএসআইয়ের সদস্যরা আজ দুপুরে হাপতালে চোরাই ওষুধসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার ওষুধ উদ্ধার করা হয়। পরে এনএসআইয়ের সদস্যরা বিষয়টি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিনকে অবহিত করে এবং আটক দুইজনকে শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।