চ্যানেল খুলনা ডেস্কঃ ২০১৯ সালে কোন অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে হজ পালন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ এ ক্ষেত্রে সফল হওয়ায় চলতি বছর সরকারি-বেসরকারি হাজীদের জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে। সৌদি সরকারের বাংলাদেশি হাজীদের বিষয়ে ধারণা বদলে গেছে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম আজ (মঙ্গলবার) সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে ২০২০ সালে সুষ্ঠু হজ ব্যবস্থাপনাসহ হজযাত্রী বৃদ্ধির লক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম সচিব আরও বলেন, ২০২০ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার একশ ৯৮জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে পারবেন। হজ পালনে খুলনা বিভাগ পিছিয়ে রয়েছে। সরকার সকল হজযাত্রীকে ত্রুটিমুক্ত পরিবেশে হজ পালনের নিশ্চয়তা দিতে চায়। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নুরী। স্বাগত জানান পরিচালক (হজ) মোঃ সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় খুলনার অতিরিক্তি বিভাগীয় কমিশনারগণ, বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগের সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপপরিচালক ও বেসরকারি হজ এজেন্সির প্রতিনিধিরা অংশ
নেন।