খুলনা সরকারি সিটি কলেজের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে রি-ইউনিয়ন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ অক্টোবর। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রি-ইউনিয়ন উপলক্ষে বাস্তবায়ন কমিটি গঠিত হয়। শেখ মো: জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও তসলিম আহমেদ আশাকে সদস্য সচিব করে ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন খুলনা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফজালুর রহমান, এস এম কামাল হোসেন, এমডিএ বাবুল রানা, আব্দুস সালাম, মাহাতাব উদ্দিন টিপু, মো: জাহিদ হোসেন, মো: মোশাররফ হোসেন, চাঁন ফরাজী, কাজী মোতাহার রহমান বাবু, মো: খায়রুল ইসলাম লাল এবং ফখরুল আলম। কমিটির প্রধান সমন্বয়ক মো: ওয়াহেদুজ্জামান।
কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুরাদ, সফিকুর রহমান পলাশ, মিজানুর রহমান বাবু, মাহফুজুল ইসলাম টিটু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোঃ রবিউল ইসলাম রবি, শাহ জিয়াউর রহমান স্বাধীন, সোহেল মাহমুদ, মোঃ জাহিদ আমির পল্টু, মঞ্জুরুল ইসলাম (টপি) ও রবিউল ইসলাম মুরাদ। যুগ্ম সদস্য সচিব ফয়েজুল ইসলাম টিটো, আব্দুল কাদের শেখ, গোলামুন নবী ডালু, মোক্তার হোসেন, ম্ন্সুী আব্দুর রাজ্জাক, এম ডি মিজানুর রশিদ মিজান, এখলাসুর রহমান, মোঃ শাহজালাল মোল্লা মিলন, বি এম মহিম, মেজবাউল হাসান শুভ ও অভিজিৎ পাল। সভায় সর্বসম্মতিক্রমে রি-ইউনিয়নের চাঁদা বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য ৫০০ টাকা এবং সাবেক ছাত্র-ছাত্রীদের জন্য ১২শ’ টাকা নির্ধারণ করা হয়। আলোচনা সভায় সিটি কলেজের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।