খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকারের গণমুখী কার্যক্রমে সমাজের সকল স্তরের মানুষ উপকৃত হচ্ছে। বিশেষ করে দরিদ্র পরিবারসমূহ ঘুড়ে দাড়াতে সক্ষম হচ্ছে। তিনি সত্যিকার জনকল্যাণমুখী এ সকল কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এর কারিগরি সহযোগিতায় এবং অর্থায়নে কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ খাবার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে শিক্ষা সহায়তা ও দলীয় ব্যবসা পরিচালনার জন্যও অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের কার্যক্রম পুনরায় চালু করি। প্রকল্পের আওতায় এ পর্যন্ত মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রায় ২৯৫টি বস্তির স্বল্প আয়ের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি ২৭৯টি বস্তিতে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। আগামীতেও এ প্রকল্প কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সকলকে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানের ৩১টি ওয়ার্ডের সুবিধাভোগী ৬’শ ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদেরকে পুষ্টি সহায়তা বাবদ ৩৫ লক্ষ ১০ হাজার টাকা (প্রত্যেকে প্রতিমাসে ৩০টি ডিম, হাফ লিটার তেল ও মশুরের ডাল), বাল্য বিবাহ নিরোধকল্পে ৮ম থেকে ১০ম শ্রেণি পড়–য়া ১০০ জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বাবদ ২ টি সমান কিস্তিতে প্রত্যেককে ৯ হাজার টাকা হিসাবে মোট ৯ লক্ষ টাকা এবং দলীয় ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য সুবিধাভোগীকে ৬০টি দলকে ১২ লক্ষ টাকা (প্রতিটি দল ২০ হাজার টাকা হিসেবে) প্রদান করা হবে।
প্রকল্পের ফোকাল পারসন ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মো: মোস্তফা। প্রকল্পের কর্মকর্তা, সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।