চ্যানেল খুলনা ডেস্কঃসর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সাংবাদিক সুবীর কুমার রায়। শুক্রবার সকালে ভারত থেকে লাশ বেনাপোল সীমান্ত পার হয়ে খুলনায় এনে সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী সংগঠনের শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্যদিয়ে রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সাংবাদিক সুবীর রায় দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার, বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম’র খুলনা প্রতিনিধি, খুলনা প্রেসকাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা ক্রাইম রিপোর্টারস এসোসিয়েশন ও স্বজন সাংবাদিক ফোরামের আহবায়কসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি মহেশ্বরপাশা শহীদ জিয়া কলেজের প্রভাষকও ছিলেন।
বুধবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের নারায়নী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক সুবীর রায় পরলোকগমন করলে বৃহস্পতিবার ভারতের বাংলাদেশ দূতাবাস, পুলিশ প্রশাসন ও হাসপাতালের কার্যক্রম শেষ করে শুক্রবার ভোররাতে মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়। সুবীর রায়ের মরদেহের সাথে ছিলেন তার স্ত্রী মিনতি রায়, ছোট ছেলে রুহিত রায়, বড়বোন শান্তনা বিশ্বাস, একমাত্র ভাই প্রবীর কৃষ্ণ রায়, খালাতো ভাই বিপ্লব মিত্র ও চঞ্চল মিত্র, ভাগিনা অনুপ বিশ্বাস এবং প্রতিবেশী ভাই বাবলু রায়। পেট্রাপোল সীমান্ত পার হয়ে বেনাপোল সীমান্ত অতিক্রম করা হয় সকাল ৮টা ৫ মিনিটে। সেখান থেকে লাশটি বেনাপোল ইমিগ্রেশনের ওসি মো: মহসীন খান পাঠানের মাধ্যমে দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল, স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন ও প্রশান্ত কুমার বাছাড়, ডেইলী ট্রিবিউনের ফটো সাংবাদিক মেহেদী হাসান খান এবং পূর্বাঞ্চলের বেনাপোল অফিস প্রধান নূরুল ইসলাম লিটনের কাছে হস্তান্তর করা হয়।
সকাল ৮টা ৫০ মিনিটে বেনাপোল থেকে মরদেহ নিয়ে রওয়ানা হয়ে বেলা সাড়ে ১১টায় দৈনিক পূর্বাঞ্চল কার্যালয়ে পৌঁছে। পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলীর নেতৃত্বে এসময় পূর্বাঞ্চল-ট্রিবিউন পরিবারের প থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরদেহ নেয়া হয় খুলনা প্রেসকাবে। সেখানে খুলনা প্রেসকাবের সভাপতি এসএম হাবিব ও সাধারণ সম্পাদক মো: সাহেব আলীসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন ।