জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খুলনা মহনগর শাখার যুগ্ম সম্পাদক এস এম নূর হাসান জনি খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। গত ২৩শে মার্চ খুলনা শিল্পকলা একাডেমির উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর তিন দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনী দিনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ফুল দিয়ে সংবর্ধনা জানান। এসময় উপস্থিত ছিলেন, খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, খুলনা মহানগর আ”লীগের সহ সভাপতি শ্যামল সিংহ রায়, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, মহানগর সভাপতি এম এম কবির আহমেদ, উপদেষ্টা শাহীন জামাল পণ, অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, তারকচাঁদ ঢালি, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডাঃ সায়েম মিয়া, সদর থানা সভাপতি জাহাঙ্গীর আলম রায়হান, খালিশপুর থানার সভাপতি রাকিবুল ইসলাম, সাধারন সম্পাদক আশিকুল ইসলাম, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।