খুলনা থেকে প্রকাশিত দৈনিক আমার একুশ পত্রিকায় জরুরী ভিত্তিতে নিম্নলিখিত এলাকায় প্রতিনিধি নিয়োগ করা হবে। খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা এবং গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলা ও উপজেলায়। আগ্রহী প্রার্থীদের নিম্ন ঠিকানায় আবেদন করার আহবান করা যাচ্ছে।
আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪।
আবেদন পাঠাবার ঠিকানা :
দৈনিক আমার • একুশ
৫১, শামসুর রহমান রোড,
বাইতিপাড়া মোড়, খুলনা
ই-মেইলে : amarekushjob@gmail.com