সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাংবাদিক সুবীর কুমার রায় ছিলেন সমাজ উন্নয়নের একানিষ্ঠ কারিগর | চ্যানেল খুলনা

সুবীর রায় স্মরণ সভায় বক্তারা

সাংবাদিক সুবীর কুমার রায় ছিলেন সমাজ উন্নয়নের একানিষ্ঠ কারিগর

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সাংবাদিক সুবীর রায় স্মরণ সভায় বক্তারা বলেছেন, সুবীর রায় ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। পোশাগত জীবনে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি তার পেশার প্রতিও দায়বদ্ধ ছিলেন।
সমাজ উন্নয়নের একানিষ্ঠ কারিগর ছিলেন। যার ফলে মানুষ আজ শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে। তার দুই পুত্র সন্তানসহ পরিবারকে নিয়ে ভাবছে। একজন মানুষের মৃত্যুর পর তার এমন স্বীকৃতি সব মানুষের ভাগ্যে জোটে না। তার মৃত্যুতে খুলনাবাসী একজন যোগ্য সাংবাদিককে হারালো। এ শুন্যতা পুরণ হওয়ার নয়।
বক্তারা আরও বলেন, সুবীর রায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। ছাত্রজীবন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এ চিন্তা চেতনা লালনের পাশাপাশি সেটি বাস্তবায়নে কাজ করে গেছেন। কমার্স কলেজে পড়ালেখাকালীন
তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে যেমন সাজানো-গোছানো থাকতেন পেশাগত জীবনেও তেমনি পরিপাটি ছিলেন। মৃত্যুকালে তিনি দু’টি সন্তান রেখে গেছেন। অভিভাবকশুণ্য এ সন্তানদের ভরন পোষনের দায়ভার আমাদের সকলের।
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার রায় স্মরণসভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সুবীর রায়ের পরিবারের হাতে একলক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। পরিবারের পক্ষে চেক গ্রহন করেন প্রয়াত সুবীর রায়ের স্ত্রী মিনতি রায়, তার পুত্র সুমিত রায় ও রোহিত
রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিআরএ’র ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের ক্রাইম রিপোর্টার এইচএম আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। বিশেষ
অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংষদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, র‌্যাব-৬ এর অপস অফিসার মোঃ সোহেল পারভেজ, খুলনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না ও আহমদ আলী খান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ দিদারুল আলম, দৈনিক পুর্বাঞ্চলের মফঃস্বল সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনি, কেইউজের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান স¤্রাট প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কেসিআরএ’র সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান ও স্মরণিকা প্রকাশ কমিটির আহবায়ক মোঃ আলমগীর হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিআরএর সহ-সভাপতি এসএম কামাল হোসেন ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নুর। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মুহাম্মদ আল মামুন গাজী ও গীতা পাঠ করেন কেসিআরএ’র যুগ্ম-সম্পাদক বিমল সাহা।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

ফক্স নিউজ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, কে এই ক্যারোলিন?

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার কমিটি গঠন

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মাহানগর শাখার নেতৃবৃন্দ

খুলনা প্রেসক্লাবের উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শোক সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।