আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং বাজারের নিরাপত্তা বৃদ্ধি করতে দেবহাটার গাজীরহাটে সিসি ক্যামেরা স্থাপন পরবর্তী উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় নওয়াপাড়া ইউয়িনের এলজিএসপি-৩ এর অর্থায়নে উক্ত সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সরৎ চন্দ্র ঘোষ, উপজেলা জার্তীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, গাজীরহাটা বাজার কমিটির সভাপতি ইমান আলী, ইউপি সদস্য আবুল কাশেম, মনিরুজ্জামান মনি, সাবেক ইউপি সদস্য রওনাকুল ইসলাম বাবু প্রমুখ। এসময় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে সিসি ক্যামেরা উদ্বোধন করেন অতিথিরা।