সাতক্ষীরার দেবহাটায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, যুগ্ম-আহবায়ক আব্দুর রব লিটু, সদস্য সচিব আব্দুল্লাহ হীম, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য শাহিন উল্লাহ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনুদ্দীন, সখিপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক মাঈন হোসেন, ইউপি সদস্য মোনাজাত আলী, আকবর আলী, জগন্নাথ মন্ডল, আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক ভোলা, যুবলীগ নেতা মহিউদ্দীন, দেলোয়ার হোসেন বাচ্চু, আশরাফুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল্লা কল্লোল। আলোচনা সভায় ৩নভেম্বর বঙ্গবন্ধুর বিশ্বস্থ সহচার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় ৪নেতার প্রতি শ্রদ্ধা ও তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।