ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাণিজ্যিক কেন্দ্রের সকল রাস্তার বেহাল দশা হলেও উত্তরণের কোন পদক্ষেপ গ্রহণ করেনি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাজারে প্রবেশদ্বারের প্রধান সড়ক পাটকেলঘাটা হাইস্কুল রোডের মুখে কালভার্টটি গত ১ মাস আগে ভেঙ্গে গেলেও তা সংস্কার করা হয়নি। যোগাযোগ ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত পাটকেলঘাটা বাজার। উন্নয়ন তো দূরের কথা সংস্কারই হয়না। তার উপর কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এযেন পাটকেলঘাটাবাসীর মরার উপর খরার ঘাঁ। পাটকেলঘাটা বাজারে প্রবেশের প্রত্যেকটি রাস্তা খানা-খন্দে ভরা। প্রতিদিনই নানা দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তারপরেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জনপ্রতিনিধিরা কেন উদাসীন এমন প্রশ্ন পাটকেলঘাটাবাসীর। বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে চললেও পাটকেলঘাটাবাসীর ভাগ্যে অবোন্নয়নের বোঝা যেন প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর এ বাজার থেকে প্রায় কোটি টাকা পরিমাণ রাজস্ব আদায় হলেও নাগরিক সুবিধা বঞ্চিত পাটকেলঘাটাবাসী।