শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় সার্বজনীন দূর্গা পূজা উপলক্ষে দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব ও ইউপি সদস্য পদপ্রার্থী বাবু অসীম কুমার ঘোষের অর্থায়নে সাপমারা খালে নৌকা বাইচ প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। উক্ত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি ও পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্নুর। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ৪টি দলের মধ্যে থেকে পূর্বচর কবির মিস্ত্রীর দল চ্যাম্পিয়ন এবং টেওরপাড়া অনিমেষ চন্দ্র রঙের দল রানার্স আপ হয়। এছাড়া হাজার হাজার আমোদপ্রিয় মানুষ উপস্থিত হয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।