চ্যানেল খুলনা ডেস্কঃবনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভিযান চালিয়ে ২টি নৌকা, ৫০ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১ হাজার ১শ’টি আটন জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে এই অভিযান চালানো হয়। এ সময় বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ জেলের দল সুন্দরবনে লুকিয়ে পড়ায় কাউকে আটক করা স্মভব হয়নি।
স্মার্ট পেট্রোল টিমের দলপতি কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল হাসান জানান, কাঁকড়া প্রজনন মৌসুম নির্বিঘেœ সম্পন্ন করতে বর্তমানে সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া ধরা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কিছু অসাধু জেলেরা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলমান কাঁকড়া প্রজনন মৌসুমেও সুন্দরবনের নদীতে গোপনে কাঁকড়া ধরার কাজ অব্যাহত রেখেছিল। সুন্দরবনের রায়মঙ্গল নদীতে অবৈধভাবে কাঁকড়া ধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা গতকাল সকাল ৭ টার দিকে পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীনে রায়মঙ্গল নদীতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২টি নৌকা, ৫০ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১ হাজার ১শ’টি আটন জব্দ করে। কাঁকড়াসহ আটক মালামাল স্থানীয় কাচিকাটা বন অফিসে হস্তান্তর কর হয়। বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ জেলের দল সুন্দরবনে লুকিয়ে পড়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, রপ্তানিযোগ্য সাদা সোনা খ্যাত কাঁকড়ার প্রজনন বৃদ্ধিতে সুন্দরবনে নদীতে টহল জোরদার করা হয়েছে। এ সময়ে জব্দকৃত কাঁকড়া কাচিকাটা নদীতে অবমুক্ত করা হয়।