kolahol.com
প্রেস রিলিজ :: করোনা সংক্রমণে লকডাউনে মহানগরী খুলনার দুস্থ, অসহায়, কর্মহীন, গৃহবন্দী মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। দুপুর ২ টায় নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ফোরামের নেতৃত্বে শতাধিক দুস্থ, অসহায়, বিপদগ্রস্ত, কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন রুবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, সুলতান মাহমুদ, নুরুজ্জামান নিশাত। এছাড়া খানজাহান আলী থানার নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন, সৈয়দ এনামূল হোসেন ডায়মন্ড,আবু সাইদ হাওলাদার আব্বাস,অধ্যাপক সফিকুল আলম মুন্সি,মোঃআলমগীর হোসেন,মোঃজামাল হোসেন, মুন্সি আঃরব,মোঃআশরাফ ঢালী,মোঃইমদাদ হোসেন,মোঃরফিকুল ইসলাম,ইমাম হোসেন, ইঞ্জিনিয়ার বাচ্চু,ইঞ্জিনিয়ার মাহাতাব,মোঃদিদারুল ইসলাম লাভলু,মোঃআল-আমিন,মোঃবেল্লাল,মোঃকামরুল ইসলাম,মোঃবিপ্লব,মোঃমাসুম বিল্লাহ,মোঃমামুন শেখ,মোঃশাহীন হোসেন,মোঃহোসেন,মোঃরানা,মোঃশামীম, মোঃটিপু, এম এম আর জয়, হেদায়েতুল জামান দিপু, আলামিন লিটন।