গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ০১ জানুয়ারী ২০২২ শনিবার বিকেল সাড়ে চারটায় নগরীর ফেরিঘাটস্থ টিনার বস্তিতে সম্প্রতি অগ্নিকান্ডে সম্পূর্ণ ভষ্মীভূত গৃহহীন পরিবারসমূহের মাঝে ফাউন্ডেশনের মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে সংগঠনের তরফ থেকে নতুন বছরের মানবিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে অসহায় মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ এবং শেখ মোঃ নাসির উদ্দিন।
ফাউন্ডেশনের মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন মোঃ হুমায়ুন কবীর বালী, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রোটাঃ রকিব উদ্দিন মোল্ল্যা, বিপ্লব কান্তি দাস, কাজী আব্দুল মান্নান, মোঃ ইউনুস সানা, মোঃ ইলিয়াছ হোসেন লাবু, নাঈম ফারহান প্রমুখ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য নিয়াজ আহমেদ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।