সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সার্চ কমিটিতে আওয়ামী লীগ নাম দিচ্ছে | চ্যানেল খুলনা

সার্চ কমিটিতে আওয়ামী লীগ নাম দিচ্ছে

নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার পদের জন্য নাম প্রস্তাব করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে অংশ নেয়া সভাপতিমণ্ডলীর একজন সদস্য জানান, সার্চ কমিটিতে নাম প্রস্তাব করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর সদস্যরা প্রস্তাব করার জন্য নাম চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সর্বসম্মতভাবে দায়িত্ব দিয়েছেন।

এর আগে রোববার নির্বাচন কমিশন গঠন করতে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নামের সুপারিশ পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।

আওয়ামী লীগের বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সব পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিস্তারিত তুলে ধরার আহ্বানও জানান তিনি।
বৈঠকে শেখ হাসিনার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, খায়রুজ্জামান লিটন, কামরুল ইসলাম প্রমুখ।

গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন।

প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সরকারি কর্ম-কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
সংসদ প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনের বিধান অনুযায়ী এ সার্চ কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়: বকুল

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি: আমীর খসরু

হাতে হাত রাখলেন সালাহউদ্দিন তাহের ও নাহিদ

নাগরিক সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতা :খুলনা বিএনপির গভীর উদ্বেগ ও ক্ষোভ

‘নগর ভবন আমাদের তত্ত্বাবধানে চলবে’ : ইশরাক হোসেন

ড. ইউনূসকে কলম ও বই উপহার দিলেন তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।