সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাড়ে চার হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন | চ্যানেল খুলনা

সাড়ে চার হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬শ কোটি টাকা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে একনেকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরের ১৪তম এই সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি বলেন, ‘একনেক সভায় ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬শ ১১ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩শ ৬৬কোটি ১২ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ণ ধরা হয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ টাকা।’

সভায় অনুমোদন পাওয়া ৯টি প্রকল্প হলো

১. নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং পাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প।

২. মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও মিশ্রিত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প।

৩. সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা দূরীকরণ, পানি বিশুদ্ধকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প।

৪. ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

৫. ঢাকা মহানগরের পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন ও দৃষ্টি নন্দনকরণ প্রকল্প।

৬. মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি এর জন্য অফিসারস মেস ও বিওকিউ নির্মাণ প্রকল্প।

৭. দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রকল্প।

৮. চামড়া শিল্পনগরী ঢাকা, প্রকল্পের মেয়াদ (জানুয়ারি ২০০৩ থেকে জুন ২০২০) বৃদ্ধিকরণ।

৯. হাওড় এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রকল্প।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি আসবে না

মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ডি-৮ সম্মেলনে যোগ দিতে রাতেই ঢাকা ছাড়ছেন ড. ইউনূস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।