গত ২৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র সিলেট অঞ্চলের ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক অংশীজন সভা সিলেট জোনাল অফিসে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এমডি মো. আফজাল করিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিএইচবিএফসি’র সেবার মান ও সেবা সহজীকরণ এবং জবাবদিহিতা বৃদ্ধি প্রয়াশসহ নতুন চালুকৃত শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা বিষয়ে অংশীজনদের অবহিত করেন। তিনি এ সময় বিএইচবিএফসি’র ঋণ গ্রহণ ও রিপেমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার কথা শোনেন এবং তাঁদের মতামত গ্রহণ করেন। জনাব করিম এ সময় প্রতিষ্ঠানটির নতুন চালুকৃত অনলাইন অর্থ সংগ্রহ ব্যবস্থার বিস্তারিত বর্ণনা দেন। এ ধরনের সভা ও প্রতিষ্ঠানের সেবার মান সম্পর্কে অংশগ্রহণকারীগণ নির্বাহী প্রধানকে ধন্যবাদ জানান। বিএইচবিএফসি সিলেট জোন-এর ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম, এ জোনের সকল শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শ্রেণী-পেশার উল্লেখযোগ্য সংখ্যক স্টেকহোল্ডোর উপস্থিত ছিলেন।