সোমবার(১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি এইচএম ইনামুল হাসান সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোল্লার সঞ্চালনায় ২২ তম সুন্দরবন দিবস উপলক্ষে “সুন্দরবনের সৌন্দর্য রক্ষার দাবিতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ ,জেলা সেক্রেটারী আসাদুল্লাহ গালিব, নগর সেক্রেটারী শেখ মুহাম্মদ নাসির উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহানগর সাধারণ সম্পাদক এমএ মান্নান বাবলু ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,” সুন্দরবন বাংলাদেশের বিভিন্ন বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত নীতিমালা পরিলক্ষিত না হওয়া দুঃখজনক”
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ছাত্র যুব বিষয়ক সম্পাদক গাজী হায়দার আলী, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, জেলা যুব আন্দোলন সভাপতি মেহেদী হাসান, এসকে নাজমুল হাসান, নাজিম উদ্দিন ফকির, মহানগর ছাত্র আন্দোলন সভাপতি মোহাম্মদ মঈনউদ্দীন ,জেলা সহ-সভাপতি আবু রায়হান, নগর সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম আবীর, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার সহ ছাত্র আন্দোলন জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের বিভিন্ন নেতৃবৃন্দ।