পূর্ব সুন্দরবনে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় একটি নৌকা সহ বিপুল পরিমাণ বিষ আটক করেছে বনবিভাগ
(৬ জুলাই) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের পশুর নদীর এলাকা থেকে একটি নৌকা আটক করা হয়, আটক কৃত নৌকা থেকে ১৬ বোতল বিষ ও বিষের পাকেট ৬টি, যা দিয়ে অবৈধ ভাবে সাদামাছ আহরনে ব্যবহার করা হয় ও একটি টোনা জাল এক কেবিন বরফ উদ্ধার করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের শেখ আব্দুল মালেক এর দায়িত্বে অভিযান পরিচালনা করা হয়। চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন” গোপন সংবাদ পাওয়ার সাথে সাথে একটি চৌকস টিম কে অভিযান পরিচালনা করার জন্য লোক পাঠিয়ে দি শেখ আব্দুল মালেক অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি।
তারা বন বিভাগের অভিযানের টের পেয়ে নৌকা রেখে জঙ্গলে পালিয়ে যায়।
আমরা উদ্ধার করা নৌকা থেকে অবৈধ ভাবে ব্যবহার করা বিষ টোনা জাল এক কেবিন বরফ উদ্ধার করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেঞ্জ অফিসে নিয়ে এসে নৌকা ভেঙে ফেলি।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন” দুইমাস সুন্দরবনে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে এবং সুন্দরবনে বিষ নিয়ে যাওয়ার অপরাধে তাদের নৌকা ও বিপুল পরিমাণ বিষ আটক করা হয়।
এদিকে বন বিভাগ প্রতিনিধি মিজান রহমান বলেন” সুন্দরবনে অবৈধ ভাবে মাছ শিকার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা আমাদের সব সময় অব্যাহত থাকবে।
Attachments area