সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সুন্দরবন উপকূলের মানুষের প্রাণশক্তিই সবচেয়ে বড় শক্তি : জেলা প্রশাসক মোস্তফা কামাল | চ্যানেল খুলনা

সুন্দরবন উপকূলের মানুষের প্রাণশক্তিই সবচেয়ে বড় শক্তি : জেলা প্রশাসক মোস্তফা কামাল

চ্যানেল খুলনা ডেস্কঃশ্যামনগর উপজেলার ব-দ্বীপ বিশিষ্ট গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল। গতকাল মঙ্গলবার তিনি গাবুরা নেবুবুনিয়ায় যান এবং বেড়িবাঁধের ক্ষতিগ্রস্থ হাজার হাজার মানুষের খোঁজ খবর নেন।

জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল নেবুবুনিয়ার ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রম দিয়ে কাজে হাজার হাজার মানুষ কাজ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সুন্দরবন উপকূলের মানুষের প্রাণশক্তিই সবচেয়ে বড় শক্তি। এই দুর্যোগকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করে রিং বাঁধ মেরামত করতে হবে। এর কোন বিকল্প নেই।”

এসময় জেলা প্রশাসক বাংলাদেশ সেনাবাহিনী টেকসই বাঁধ নির্মাণের কাজ করবে বলে স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আযম লেলিন প্রমুখ।

এছাড়াও ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ পরিদর্শন করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের, শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা সহ এলাকার সুধীজন।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের নেবুবুনিয়া অংশে ৬টি পয়েন্টে বেড়ীবাঁধ ভেঙে যায়। এর মধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ৫টি পয়েন্টে রিং বাধ দিতে সক্ষম হলেও একটি অংশে এখনো রিং বাঁধ দেওয়া সম্ভব হয়নি। সেখানে স্থানীয় কয়েক শত মানুষ গত কয়েকদিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

তালায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

তালায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময়

এলাকা উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-হাবিবুল ইসলাম হাবিব

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি

তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।