সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সুন্দরবন উপকূলের মানুষের প্রাণশক্তিই সবচেয়ে বড় শক্তি : জেলা প্রশাসক মোস্তফা কামাল | চ্যানেল খুলনা

সুন্দরবন উপকূলের মানুষের প্রাণশক্তিই সবচেয়ে বড় শক্তি : জেলা প্রশাসক মোস্তফা কামাল

চ্যানেল খুলনা ডেস্কঃশ্যামনগর উপজেলার ব-দ্বীপ বিশিষ্ট গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল। গতকাল মঙ্গলবার তিনি গাবুরা নেবুবুনিয়ায় যান এবং বেড়িবাঁধের ক্ষতিগ্রস্থ হাজার হাজার মানুষের খোঁজ খবর নেন।

জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল নেবুবুনিয়ার ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রম দিয়ে কাজে হাজার হাজার মানুষ কাজ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সুন্দরবন উপকূলের মানুষের প্রাণশক্তিই সবচেয়ে বড় শক্তি। এই দুর্যোগকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করে রিং বাঁধ মেরামত করতে হবে। এর কোন বিকল্প নেই।”

এসময় জেলা প্রশাসক বাংলাদেশ সেনাবাহিনী টেকসই বাঁধ নির্মাণের কাজ করবে বলে স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আযম লেলিন প্রমুখ।

এছাড়াও ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ পরিদর্শন করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের, শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা সহ এলাকার সুধীজন।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের নেবুবুনিয়া অংশে ৬টি পয়েন্টে বেড়ীবাঁধ ভেঙে যায়। এর মধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ৫টি পয়েন্টে রিং বাধ দিতে সক্ষম হলেও একটি অংশে এখনো রিং বাঁধ দেওয়া সম্ভব হয়নি। সেখানে স্থানীয় কয়েক শত মানুষ গত কয়েকদিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছে।

Your Promo BD

সাতক্ষীরা আরও সংবাদ

সীমান্তের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চোরাচালানী গডফাদার নাসির গ্রেফতার

সাতক্ষীরর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারীদের সাথে বিএসটিআই’র মত বিনিময় সভা

তালায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন

তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

তালায় মলম পার্টির কবলে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর পরিবার

কারাভোগ শেষে ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।