দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে রক্ষার জন্য সুন্দরবন মন্ত্রনালয় ঘোষনার বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তালা উপজেলা নাগরিক কমিটি।
সোমবার (১৬ অক্টোবর) সকালে তালা প্রেসক্লাবে নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপজেলা নাগরিক কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোর্য়াদ্দার উপস্থিত ছিলেন।
তালা উপজেলা নাগরিক কমিটির সম্পাদক সফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, হাজারও সমস্যায় জরজরিত দক্ষিণ-পশ্চিম অঞ্চল। এই উপকূল অঞ্চলের খুলনা, সাতক্ষীরা যশোহর জেলার ৬০ লক্ষ লোকের বসবাস, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, জলবদ্ধতা, লবণাক্ততা, নদী ভরাটের কারণে এ অঞ্চলে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সুন্দরবনের ছোট একটা অংশ ভারতে তবুও সেখানে সুন্দরবন মন্ত্রনালয় গঠন করেছে। বাংলাদেশের মাত্র কয় এক লক্ষ মানুষের বসবাস চট্টগ্রামের পাহাড়ী এলাকায় সেখানে আমাদের মন্ত্রনালয় আছে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ৬০ লক্ষ মানুষ প্রকৃতির সংগে যুদ্ধকরে বেচে আছে তাদের জন্য কোন মন্ত্রনালয় বা কোন বোর্ড ও নাই। এজন্য দক্ষিণ পশ্চিম অঞ্চলে ৬০ লক্ষ মানুষের বাচিয়ে রাখার জন্য সুন্দরবন মন্ত্রণালয় গঠনের বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগ দলের নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করার জন্য জোর সুপারিশ জানাচ্ছি।