পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার লোকালয় থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন লোকালয়ের ঢাংমারী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস ও চামড়াসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারী ও পাচারকারীরা আগেভাগে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় কোস্ট গার্ড। এদিকে জব্দকৃত হরিণের মাংস বনবিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মোঃ সামানুল কাদির বলেন, এ ঘটনায় বন ও বন্যপ্রাণী নিধন আইনে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।