ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে পবিত্র রমজান মাস ব্যাপী অসহায়, দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। রবিবার বিকাল চারটায় নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল-এর লবিতে বিভিন্ন আবাসিক হোটেল ও ছোট ছোট প্রতিষ্ঠানে কর্মরত নিম্ন বেতনভুক্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সমিতির উদ্যোগে বিপুল পরিমাণ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন – বাংলাদেশ সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলার সহ-সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব রোটারিয়ান অধ্যক্ষ দেলওয়ারা বেগম, খুলনা ওয়াসার ডিএমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমেদ। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সমিতির প্রতিষ্ঠাতা নেতা মোঃ ফিরোজ আলম খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -এম এ সালাম, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, ,হুমায়ুন কবীর খান,ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, হুমায়ূন কবীর বালী , অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, মনির হোসেন, মতিয়ার রহমান, জুয়েল হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় অপর এক প্রস্তাবে… রমজানের শেষ সপ্তাহে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সমিতির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।