সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সুশান্তের মৃত্যু : মাদক মামলায় চার্জশিটে রিয়াসহ ৩৩ জন | চ্যানেল খুলনা

সুশান্তের মৃত্যু : মাদক মামলায় চার্জশিটে রিয়াসহ ৩৩ জন

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। ১২ হাজার পাতার চার্জশিটে সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও সৌভিক চক্রবর্তীসহ ৩৩ জনের নাম রয়েছে।

শুক্রবার (০৫ মার্চ) মাদক আইন বিষয়ক আদালতে চার্জশিট জমা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। চার্জশিটে দুইশ সাক্ষীর বয়ান লেখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকে তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করলেও পরে ৩টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যু সংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেওয়া হয়।

গত বছর আগস্টে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক সংক্রান্ত বিষয়ে দুটি মামলা দায়ের করা হয়। এর আগে মাদক মামলায় রিয়া চক্রবর্তী ও সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল এনসিবি। যারা এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন।

রিয়া চক্রবর্তী এ মামলায় এক মাসেরও বেশি সময় কারাবন্দি ছিলেন। তার বাড়ি থেকে গাঁজাও উদ্ধার করা হয়েছিল। একই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীও তিনমাস এনসিবি হেফাজতে ছিলেন। এনসিবির অভিযোগ- তিনিই সুশান্তকে মাদক পাচার করতেন।

এখনও পর্যন্ত মাদক সংক্রান্ত মামলায় রিয়া এবং সৌভিক ছাড়া মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে সুশান্তের বাড়ির কর্মীরাও রয়েছেন। সুশান্তের মৃত্যুর মামলার জের ধরে একাধিক বলিউড তারকা এনসিবির নজরে চলে আসেন। দীপিকা, সারা আলী খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালেরও বয়ান রেকর্ড করা হয়।

গত বছরের ২ ফেব্রুয়ারি সুশান্তের বন্ধু তথা সহকারী পরিচালক ঋষিকেশ পাওয়ারকে গ্রেফতার করে এনসিবি। তারও আগে মাদক মামলায় দীপিকা, রাকুল প্রীত সিং, করিশ্মা প্রকাশ, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরসহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় পুলিশ।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়, কেন লিখলেন নীলাঞ্জনা

দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেলসহ ৮

বাংলাদেশের ‘লতিকা’ এবার কপ-২৯ সম্মেলনে

বলিউডের হাঁড়ির খবর রাখেন কারিনা

মৃগী রোগে ভুগছেন ফাতিমা সানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।