ছয় বছরের ক্যারিয়ারের বরাবরই ধারাবাহিকতার অভাবে ভুগেছেন লিটন দাস। গত মৌসুমটাও এর ব্যতিক্রম ছিল না। টানা আট ইনিংসে ফিফটি পেরুতে পারেননি এই ওপেনার। অবশেষে নিজের রান খরা কাটালেন এই ডানহাতি। তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দ্রুত চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে সামাল দেন লিটন দাস।
জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দারুণ ফর্ম ধরে রাখেন এই টাইগার ওপেনার। আফ্রিকান দলটির বিপক্ষে শেষ আট ম্যাচে চতুর্থবার পঞ্চাশ পেরিয়েছেন তিনি। যার মধ্যে তিনটি সেঞ্চুরি।
শুক্রবার নিজের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন। অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের আসতে-যেতে দেখলেও নিজের উইকেট অক্ষত রাখেন এই হার্ডহিটার। ফিফটি করতে ৭৮ বল খেলেন তিনি। সেখান থেকে সেঞ্চুরি পেতে খরচ করেন ৩২ বল।
মাহমুদুল্লাহর সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ৯৩ রান করে দলকে বিপদ থেকে রক্ষা করেন লিটন। মাহমুদুল্লাহ ৩৩ রান করে আউট হলেও উইকেট আগলে রাখেন তিনি।
তার কাঙ্ক্ষিত সেঞ্চুরি আসে ৪০ তম ওভারের চতুর্থ বলে। ওয়েসলি মাধেভেরের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছান লিটন।
সেঞ্চুরি করার পথে ৮টি চার হাঁকান তিনি। লিটনের সেঞ্চুরির সঙ্গে ২০০ রানও ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। তবে সেঞ্চুরি আদায়ের পরেই ফিরেন তিনি।
এখন বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভার শেষে ৬ উইকেটে ২১৪ রান।