সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। এ কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাসদস্যদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
রবিবার ( ২০ ডিসেম্বর) সেনানিবাসে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান তার দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের।
তিনি দেশের জন্য যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। পাশাপাশি পেশাদারিত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে উন্নতমানের চিকিৎসা সেবা দেয়ার কথাও বলেন।
এর আগে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান।