খুলনা মেট্রো পলিটন পুলিশ কেএমপি’র সোনাডাঙ্গায় মডেল থানার বিশেষ অভিযানে জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত মালামাল এবং ৫০০ টাকা মূল্য মানের ২৩টি জাল নোটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র সুত্র জানায়, গত ৩১ মে দিবাগত রাত ৩.৪৫ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদ পায়। সোনাডাঙ্গা মডেল থানাধীন করিমনগরের বাসিন্দা মোঃ রেজাউল করিম এর চার তলা বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশে আসামীর ভাড়াটিয়া বাসার শয়ন কক্ষের মেঝের উপর হইতে আসামী মোঃ জসীম শেখ (৩৫) কে ৫০০ টাকা মূল্য মানের জাল নোট ২৩টি, ০৮ টি কাঠের তৈরী ডাইস বা স্কীন যাহা জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত হয়, এ্যালুমিনিয়ামের স্ক্যাবার ০২ টি, স্কীন বা ডাইস আটকানোর হার্ডবোর্ড, ৯টি প্লাষ্টিকের কৌটায় PCS PRINTING INKS যার ওজন ০৯ কেজি, ৮টি প্লাষ্টিকের কৌটায় BCS PRINTING INKS যার ওজন ৪ কেজি, ১৮ বান্ডিল সাদা রংয়ের টিস্যু কাগজ, প্লাষ্টিকের লাল বালতিতে গাম, যার ওজন অনুমান ১৭ কেজি, কালো প্লাষ্টিকের ড্রামে স্প্রিট জাতীয় রোড্সের ক্যামিক্যাল, যার ওজন অনুমান ০২ কেজি, ফুয়েল পেপার যাহার মধ্যে ০১ বান্ডেল ৫০০ টাকা ও ০১ বান্ডেল ১০০০ টাকার ছোট ছোট ছাপ দেয়াসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০২, তাং-০১/০৬/২০২২ খ্রিঃ, ধারা-The Special Power Act 1974 এর 25-A রুজু করা হয়েছে।