সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের ২য় ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নূর ইসলাম ফরাজী। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ ও আলাউদ্দিন মৃধা। এসময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক মো. জালাল মৃধা, জয়নাল ফরাজী, রাসেল মোল্লা, মিন্টু মোল্লা, আজাহার মৃধা, কাশেম ফরাজী, জুম্মান ঢালী, মুজিবুর রহমান, রাহাত জোমাদ্দার, শুকুর আলী, রিপন, জনি, মিরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।