নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এ প্রথম সোনার দাম পরিবর্তন করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা।
রবিবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের দাম ভরিতে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২৫ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে নতুন এ দামে সোনা কিনতে হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে জানানো হয়েছে তাতে।
এর আগে গত ১৪ জুলাই সর্বশেষ দাম নির্ধারণ করেছিল এ সমিতি। ওই সময় প্রতি ভরির দাম ছিল ১ লাখ ২০ হাজার ৮০ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে সোনার দাম বাড়লো ২ হাজার ৯০৪ টাকা।