চ্যানেল খুলনা ডেস্কঃস্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ সরকার বলেছেন, স্থানীয়ভাবে সরকার জনগণের উপর নেতৃত্ব চাপিয়ে দেয়নি। জনগণ তাদের মতামতের মাধ্যমে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করে নেতা নির্বাচন করেছেন। এ কারণে স্থানীয় সরকার জনগনের উপর জবাবদিহি করতে বাধ্য, এটাই গনতন্ত্র। আমরা সকলে মিলে যদি প্রচ্ছন্নভাবে স্ব-স্ব স্থান থেকে দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করি তাহলে একদিন এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। এজন্য শেখ হাসিনা সরকার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি গতকাল মঙ্গলবার সকালে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন আয়োজিত কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল¬াহ যোবায়ের। ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের পরিচালনায় বক্তৃতা করেন ইউএনডিপি’র ডিএফও মোঃ ইকবাল হাসান, জেলা আওয়ামী লীগ নেতা আঃ মজিদ ফকির, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, ইপি সদস্য শেখ মঈন উদ্দিন, আওরঙ্গজেব স্বর্ণ, শফিকুল ইসলাম বাবু, জাকির মোড়ল, খন্দকার শরিফুল ইসলাম, কালাম গোলদার, আব্দুল জব্বার সরদার প্রমুখ। এরপর তিনি রূপসা উপজেলা পরিষদ ও সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণ পরিদর্শন করেন।