চ্যানেল খুলনা ডেস্কঃসাউথ এশিয়ান (এসএ) গেমসের আর্চারিতে তিনটি স্বর্ণ পদক জয়ী ইতি খাতুনকে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সংবর্ধিত করা হয়। এ সময় ইতি খাতুনের পরিবারকে ৫ শতক খাস জমি উপহারের ঘোষণা দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
তাছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ক্রেস্ট ও ফুল দিয়ে ইতি খাতুনকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও কোচ সোহেল আকরাম।
এ সময় ইতি খাতুন বলেন, ‘এত বড় সাফল্য পাব সেটা ভাবিনি। বিভিন্ন মহল আমার পাশে এসে দাঁড়িয়েছে, যা আমাকে আরও অনুপ্রাণিত করছে। এখন সামনের অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমি অলিম্পিকেও সাফল্য পাই।’
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘ইতির পরিবার খুব একটা স্বচ্ছল নয়। তারা বসবাসও করে রেলওয়ের জায়গায়। বিষয়টি চিন্তা করে সরকারের পক্ষ থেকে তার পরিবারকে একখণ্ড খাস জমি উপহার দেওয়া হবে। শহরতলীর মণিরামপুর এলাকার ৫ শতক খাস জমিতেই হবে তাদের স্থায়ী আবাস।