হরিণটানা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরের সদর থানা এলাকার অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ ৩ চোর আটক করেছে।
আটককৃতরা হলো- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বদনীভাঙ্গার নোয়াব আলী শেখের ছেলে কবির হোসেন শেখ (৪৩), একই এলাকার লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল মান্নান হাওলাদার (৪৪) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলার মো. মজিদের ছেলে নুর ইসলাম (২৮)।
আটক কালে তাদের কাছে থাকা চুরি হয়ে যাওয়া সবুজ রংয়ের ১ টি ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে আটককৃত আসামীদের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা রুজু করা হয়েছে।