লকডাউনে হাসপাতালের সব ছুটি বাতিলের পরিকল্পনা কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধের প্রস্তাবের কথাও জানান তিনি। অধিদপ্তরের বৈঠক শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে মহাপরিচালক এসব তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন,’আমাদের হাসপাতাল খোলা থাকবে। আমরা মনে করছি সাধারণ ছুটি সেটা আপাতত স্থগিত করবো। স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত করা যায় সেটা করবো। আর আমাদের অফিস তো খোলা রাখতেই হবে। স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করতে হবে। সার দেশের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে।’