চ্যানেল খুলনা ডেস্কঃআবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা নবমবার দলটির সভাপতি হলেন তিনি। একই সঙ্গে ওবায়দুল কাদের আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনে শনিবার (২১ ডিসেম্বর) সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা।
সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন মতিন খসরু। পীযুষ ভট্টাচার্য সমর্থন করেন। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। আবদুর রহমান সমর্থন করেন।
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেই নির্বাচিত ঘোষণা করেন। দলের সভাপতিমণ্ডলীতে নতুন করে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন— কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
পুরনো সভাপতিমণ্ডলীতে ছিলেন মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সৈয়দা সাজেদা চৌধুরী, সাহারা খাতুন, কাজী জাফর উল্যাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, পীযূষ কান্তি ভট্টাচার্য, আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, ফারুক খান, আবদুল মান্নান খান ও আবদুল মতিন খসরু।
উপদেষ্টা পরিষদে আগের কমিটির ৩৮ জনের নাম পড়ে শুনিয়ে শেখ হাসিনা বলেন, এবার যেহেতু উপদেষ্টার ১০টি পদ বাড়ানো হয়েছে, বাকিদের নাম পরে ঘোষণা করা হবে। পুরনো যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও মাহাবুব-উল আলম হানিফের সঙ্গে যোগ হয়েছেন সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এবারও কোষাধ্যক্ষ পদে পরিবর্তন হয়নি। এন এইচ আশিকুর রহমান দীর্ঘদিন ধরেই এ পদে দায়িত্ব পালন করে