চ্যানেল খুলনা ডেস্কঃ চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার অন্যতম উপকরণ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কলেজ গেটের সামনে পথচারী, ট্রাফিক পুলিশ, দিনমজুর, রিকশা চালক, অটো চালক, পথচারী, সিএনজি চালক, ভ্যান চালক ও সাধারণ মানুষের মাঝে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম পাভেল বলেন, ‘ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে আজকের কর্মসূচি। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে।’
আরেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিক বলেন, ‘জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। তাই জনসচেতনতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ করেছে।’