চ্যানেল খুলনা ডেস্কঃ প্রতারণার অভিযোগে ফারুক আহম্মেদ নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাকে আটক করে।
র্যাব জানিয়েছে, ফারুক আহম্মেদ নিজেকে ইউনানী চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। উপজেলার ইটাখোলা বাজার থেকে তাকে আটক করা হয়। ওই বাজারে তার নিজস্ব চেম্বার রয়েছে।
ফারুক আহম্মেদের বাড়ি বগুড়ার সুলতানগঞ্জ পাড়ায়। তার বাবার নাম আয়েজ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান বলেন, সিটি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন ফারুক আহম্মেদ। অথচ নিজেকে রেজিস্ট্রার্ড ইউনানী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। বিভিন্ন জটিল রোগ সারানোর কথা বলে তিনি এলোপ্যাথিক ও ইউনানী ওষুধ চড়া দামে বিক্রি করতেন।
প্রতারণার অভিযোগে ফারুক আহম্মেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে— বলেন আরাফাত রহমান।