সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১ম প্রয়াত মরহুম নুরুজ্জামান খোকন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

১ম প্রয়াত মরহুম নুরুজ্জামান খোকন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

খুলনা মহানগরীর বাগমারায় রহিম সড়কে ১ম মরহুম নুরুজ্জামান খোকন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যম্ত অনুষ্ঠিত সিক্স সাইট ক্রিকেন্ট টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঊষান ওয়েভ।
রানার আপ হয়েছে ডি কে স্টাইকার।
ম্যান অব দা ফাইনাল ঊষান ওয়েভের খেলোয়াড় নাঈম,
ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছে ডি কে স্টাইকারে খেলোয়াড় মেহেদী।বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।
এ সময় তিনি বলেন, ওয়ার্ডে ছেলে -মেয়েদের খেলা ধূলার জন্য পার্ক এর ব্যবস্থা করা হবে। খেলাধূলা শুধুমাত্র ছেলে-মেয়েদের মানসিক ও শারীরিক উন্নয়ন ঘটায় না। খেলাধূলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে রক্ষা করবে।

এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন শমশের আলী মিন্টু, কাউন্সিলর ২৪ নং ওয়ার্ড। এ সময় তিনি এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং খেলাধূলার গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রয়াত নুরুজ্জামান খোকনের পুত্র খায়রুজ্জামান সজিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাজেদা খাতুন, সংরক্ষিত কাউন্সিলর, ২৪,২৭ ও ২৮ নং ওয়ার্ড, মোল্লা খায়রুল ইসলাম, এস ওয়াহিদুর রহমান বাবুল, মোহাম্মদ আলী, সাংবাদিক তরিকুল ইসলাম, মোঃ মজিবুর রহমান ফয়েজ, মোঃ আল-বেল্লাল, আসাদুজ্জামান রাসেল, সাংবাদিক অভিজিৎ পাল, তানজীদ আহমেদ মিশু, মোঃ বাবু, মঞ্জুর শাহিন রুবেল, নাঈম হাসান আসিফ, সাগর মজুমদার, কাফি খান, শেখ রনি, ফয়সাল খান পরশ, মোঃ গুরুল শিকদার, রাকিবুল হাসান, ফারুক, মিলন, নয়ন, আশিক, জুনায়েদ হাসান শুভ্র, মেহেদী, আকরাম হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেকর্ড গড়া জয়ে সাউদির বিদায় রাঙাল নিউজিল্যান্ড

বেকহ্যামের ডিজাইন করা বুট পেয়ে উচ্ছ্বসিত মেসি

শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত

বাংলাদেশের হয়ে খেলতে তিন শর্ত দিয়েছেন সাকিব

দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।