আগামী ১৩ এপ্রিল যুবদলের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে খুলনা মহানগর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্স্যুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ।
প্রস্তুতি সভায় বিভাগীয় সদর খুলনায় আগামী ১৩ এপ্রিল প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল সর্বাত্মক সফলে খুলনা মহানগর ইউনিট অগ্রণী ভূমিকা পালন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন যুবদল নেতাকর্মীরা। এছাড়া থানা এবং ওয়ার্ড পর্যায়ে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারেও আলোচনা করেন নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবদল নেতা মোঃ সাব্বির হোসেন, মঞ্জুরুল আলম সৌরভ, মোঃ রফিকুল ইসলাম টিটু, মাহাবুব হোসেন বাবুল, খাঁন ইমরান আহম্মেদ, মোঃ সাইফুল ইসলাম সান্টু, গাজী সালাউদ্দিন, মোঃ নাজমুল হাসান নাসিম, আলহাজ্ব জাকির মুন্সী, জিএম তারেক, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ সাইফুল ইসলাম বকসী, মোঃ খোশনুর রহমান জনি, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহিন, মোঃ সেলিম হোসেন, সোহেল রানা প্রিন্স, শেখ নূর ইসলাম নুরু, গোলাম জুলকার নাইম, মোঃ মাহাবুবুর রহমান, খোরশেদ জাহান রানা ও মিজানুর রহমান বাবু প্রমুখ। আলোচনা শেষে ইফতার মাহফিলের মধ্যদিয়ে প্রস্তুতি সভা শেষ হয়।