ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত আগামী২১ মে খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষেখুলনার জেলার আওতাধীন পাইকগাছা ও দীঘলিয়া উপজেলায় ভিন্ন ভিন্ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা উপজেলাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আজ বিকাল চারটায়, উপজেলা অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব কারী আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মোঃ মঈন উদ্দিন এর পরিচালনায় মহাসমাবেশ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক পাবলিক বিশব্বিদ্যালয় সম্পাদক এম এ হাসিব গোলদার, উপজেলার সহ সভাপতি মাওলানা আহমদ আলী, মোঃ আছাফুর রহমান, মোঃ সাব্বির হুসাইন, গাজী আবদুল বারী, মুফতি হাবিবুর রহমান, মোঃ আল আমিন, মাওলানা কবির হুসাইন, মোঃ ইকবাল হুসেইন, শেখ আঃ রহমান, কারী বেলাল হুসাইন, জি এম, কামরুজ্জামান, মোঃ ওলিউর রহমান, প্রমূখ।
দীঘলিয়া উপজেলাঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত আগামী ২১ মে খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে দিঘলিয়া উপজেলা শাখায় মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আসাদুল্লাহ হামিদীর সভাপতিত্বে ও নুরুল হুদা সাজুর পরিচালনায় দিঘলিয়া ইউনিয়ন ও সেনহাটি ইউনিয়নে খুলনা বিভাগীয় মহাসমাবেশ এর বাস্তবায়ন কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ওয়ার্ডে ব্যাপক প্রচার-প্রচারণা ও সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনমোঃ মেহেদী হাসান, মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার, মাওলানা ফজলুল হক, ডাঃ রাকিবুল হাসান, মাওলানা গিয়াস উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।